অ্যাডাপ্টোজেন দিয়ে স্মুদির উপকরণ


অ্যাডোপ্টোজেন কী?
এটি বিভিন্ন প্রাকৃতিক উপাদানের গুঁড়া (প্যাকেটের গায়ে নাম উল্লেখ করা আছে) । এটাকে বলা হয় প্রাকৃতিক ধীশক্তি সম্পন্ন খাদ্য উপাদান (ন্যাচারাল ইনটেলেক্ট) । এটি শরীরের বিভিন্ন ভারসাম্যহীনতা খুজে বের করে তা নিরাময় করে। আমাদের ক্লিনিকে চিকিৎসা পদ্ধতির এটি অন্যতম একটি প্রাকৃতিক উপাদান।
• অ্যাডাপ্টোজেন 1 টেবিল চামচ।
• কাঠবাদামের দুধ প্রয়োজন অনুযায়ী।
• চিয়া বীজ ১ টেবিল চামচ।
• তিসি ১ টেবিল চামচ।
• ক্যাকাও গুঁড়া ১ চা চামচ।
• ম্যাকা রুট গুঁড়া ১ চা চামচ।
• লেসিটিন ১ টেবিল চামচ।
সব উপকরণ একসাথে ভালো করে ব্লেন্ডারে মিশিয়ে মেডিসিন্যাল নারিকেল তেল দিয়ে পান করুন। এই স্মুদি দেহকে শর্করা মেটাবোলিজম থেকে ফ্যাট মেটাবোলিজমে রূপান্তর করে। আমাদের দেহকোষের জন্য এটিও একটি উত্তম খাদ্য। আমাদের কোষগুলো শক্তিশালী হলে আমরাও অধিক কর্মক্ষম হতে পারবো।